Monday, February 16, 2015

 2/16/2015 05:51:00 PM         No comments


ওয়েব ডিজাইনরা তৈরি হয়ে যান সিএসএস ৪ এর শিখার জন্য,আপনি সিএসএস ১ ,সিএসএস ২ ব্যাপারে শুনেছেন ,সিএসএস ৩ এর ব্যাপারে  শুনেছেন বা বর্তমান এ সিএসএস ৩ ওপর কাজ করছেন । খুব সিগরই সিএসএস  ৪ এর নতুন সিলেক্টর গুলো ব্রাউজার কপিবিলিটি পেতে চলেছে । আপনারা  নিচের  এইচটিএমএল এবং সিএসএস এর অফিসিয়াল পেজ এ গেলে আরও বিস্তারিত জানতে পারবেন,এই পেজটিতে  ভিজিট করলে আপনারা  সিএসএস ৪ এ কোন কোন নতুন সিলেক্টর আসতে চলেছে, প্রথমে কি কি সিলেক্টর  ছিল এবং নতুন  করে  কোন  সিলেক্টর  যুক্ত  হয়েছে তা  সম্পর্কে  বিশদ ধারনা লাভ করতে পারবেন ।পুরো পেজটি পড়তে আপনাদের  ৩০ থেকে ৪৫ মিনিট সময় লাগতে পারে,এইটি মনোযোগ সহকারে পরলে অনেক তথ্য জানতে পারবেন।





 এইচটিএমএল এবং সিএসএস এর অফিসিয়াল পেজ লিঙ্কঃ  http://dev.w3.org/csswg/selectors-4/





আশা করি আপনারা ওপরের পেজটি মনোযোগ সহকারে পরেছেন।এবার আমি আপনাদের দেখাবো  কিভাবে  সিএসএস ৪ এর  নতুন  সিলেক্টর গুলো আপনি শিখতে পারবেন  এবং কিভাবে নিজেকে আপডেট করবেন , এখন থেকে সিএসএস  ৪ ব্রাউজার কমপিবিলিটি পেতে শুরু করে  দিয়েছে অর্থাৎ সিএসএস ৪ সকল ব্রাউজার এ সাপোর্ট দিতে শুরু করেছে । তাই আপনাদের  এখন  থেকে  সিএসএস  ৪  শিখা  শুরু করতে হবে বলে আমি মনে করি।


সিএসএস ৪ সিলেক্টর লেভেল ইনফরমেশন লিঙ্কঃ http://css4-selectors.com/ ।এই পেজটিতে ভিজিট করুন  এই  পেজ টি ওপেন করলে আপনি দেখতে পারবেন।



" আপনি সিএসএস ৪ সম্পর্কে জানতে আগ্রহী তাহলে  তাহলে আপনি ঠিক যায়গায় এসেছেন"  




এই খানে সিএসএস ৪ এর ব্র্যান্ডনিউ সিলেক্টর গুলো নিয়ে আলোচনা করা  হয়েছে

 


প্রতিটি লিঙ্ক এ ক্লিক করে আপনারা ফুল ডিটেলস জানতে পারেন।এবং কোন কোন ব্রাউজার এ সিএসএস ৪ সাপোর্ট দিচ্ছে তা দেখতে পারবেন।  





 

এর পর যে সাইট টি নিয়ে কথা বলব তার নাম হল Can I Use এই সাইটটিতে আপনি এইচটিএমএল,সিএসএস,জাভাস্ক্রিপ্ট ইত্যাদি  এর নতুন পুরাতন সব বিষয় জানতে এবং এইচটিএমএল, সিএসএস ,জাভাস্ক্রিপ্ট এর ট্যাগ বা সিলেক্টর কোন কোন  ব্রাউজার এ সাপোর্ট  দিবে  তা র সম্পর্কে জানতে পারবেন।

লিঙ্কঃ http://caniuse.com/





যেমন আমি সিএসএস এর Masks ফিচার টি কোন কোন ব্রাউজার এ সাপোর্ট  দিবে তা জানতে চাইছি।ওপরের পেজটিতে Masks লিঙ্ক  এ  ক্লিক করলে নিচের ছবির মত আউটপুট দেখতে পারবেন।


     
সর্বশেষ যে সাইটটি নিয়ে কথা বলব তার নাম হল সিএসএস রেফারেন্স এই সাইটটিতে সিএসএস এর যত সিলেক্টর আছে। নতুন  পুরাতন   সকল  সিলেক্টর এর টিউটোরিয়াল এতে আছে,এইটি অনেক বড় একটি সাইট।

লিঙ্কঃ https://developer.mozilla.org/en-US/docs/Web/CSS/Reference




আজ এই পর্যন্ত আগামি টিউন এ আবার দেখা হবে। সিএসএস ৪ শিখতে থাকুন আর ওপরের সাইট গুলো তে নিয়মিত ভিজিট করে নিজে রাখুন সব সময় আপডেট। সবার জন্য অনেক অনেক শুভকামনা  রইল।




বিঃদ্রঃ আমার অনুমতি ছাড়া এই ব্লগ এর পোস্ট অন্য কোথাও দিবেন না যদি দিতে চান আমার ব্লগ এর নাম উল্লেখ করে
দিবেন।

ফেসবুক এ আমি



আমার সকল পোস্ট পড়তে  নিচের ইমেজটিতে ক্লিক করুন

                                                              
                       

0 মন্তব্য(গুলি):

Comment here

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার কেমন লেগেছে ভালো নাকি মন্দ জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই আমার কাছে অনেক মূল্যবান। ধন্যবাদ।

নির্বাচিত টিউন

টিউনের বিভাগসমূহ

ফেসবুক ফ্যান পেজে যুক্ত হোন