Wednesday, September 17, 2014

 9/17/2014 08:48:00 PM         2 comments

প্রথমে আপনার কম্পিউটার এর  ওয়েব ব্রাউজার টি ওপেন করুন। এবং তাতে এই Url = http://www.facebook.com/hacked টি লিখুন .এর পর নিচের স্টেপ গুলো ফলো করুন।

১.আপনার ওয়েব ব্রাউজার  Url টি লিখার পর এই রকম একটি উইন্ডো আসবে।



২.এর পর My Account Is Compromised টি তে ক্লিক করুন।নিছের মত একটি উইন্ডো আসবে। এতে আপনার সঠিক  Email or phone number or Username full Name  তিন টি থেকে যে কোন একটি দিবেন।



৩.এই খানে আমি একটি উদাহরণ দেবার জন্য একটি ইমেইল দিলাম। আপনারা আপনাদের সঠিক ইমেইল এড্রেস টি দিয়ে Search বাটন এ ক্লিক করুন।



৪. এই খানে আপনি আপনার  সঠিক আইডি টি নির্বাচন করুন।This is my Account এ ক্লিক করুন।



৫.This is my Account  এ ক্লিক  করার পর আপনার পুরাতন পাসওয়ার্ড টি দিন। নিচের মত উইন্ডো আসবে।



৬.Continue তে ক্লিক করুন । নিচের  মত একটি উইন্ডো আসবে এই খনে আবার  Continue তে ক্লিক করুন



৭. Continue তে ক্লিক করার পর আপনি নতুন একটি পাসওয়ার্ড দিন  এবং Continue তে ক্লিক করুন । নিচের মত



৮.এর পর আপনাকে দুই টি অপশন দিবে একটি হল আপনার বর্তমান ইমেইল এড্রেস আরেকটি হল নতুন ইমেইল  এড্রেস । আপনি চাইলে নতুন একটি ইমেইল দিয়ে আইডি টি ওপেন করতে পারেন। এইখানে  আমি আমার বর্তমান ইমেইল এড্রেস টি সিলেক্ট করেছি।




৯.এর পর নিচের মত একটি উইন্ডো আসবে Only I know the password for exclusiverobin44@gmail.com এই টি তে টিক চীর্ণ দিয়ে continue তে ক্লিক করুন।নিচের মত



১০.এর পর continue তে ক্লিক করুন।আপনি চাইলে Verified Mobile Phone Number অথবা Login Approvals on রাখতে পারেন ।নিচের মত।



১১.এর পর স্কিপ এ ক্লিক করুন।নিচের মত




১২.উপরের স্টেপ গুলো ঠিক ভাবে করতে পারলে আপনি আপনার প্রিয় ফেসবুক আইডিটা ফিরে পাবেন।




একাউন্ট হ্যাক সম্বন্দে আরো জানতে পারেন ফেসবুক হেল্প সেন্টারে http://www.facebook.com/help/hacked

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

বিঃদ্রঃ আমার অনুমতি ছাড়া এই ব্লগ এর পোস্ট অন্য কোথাও দিবেন না যদি দিতে চান আমার ব্লগ এর নাম উল্লেখ করে দিবেন।

ফেসবুক এ আমি


2 comments:

  1. vaia...
    old password dile hoy na...
    new password dite bole...
    bt acc to hack hoise...notun password to jani na.,..

    ReplyDelete
  2. না পুরাতন পাসওয়ার্ড দেয়া যাবে না নুতন পাসওয়ার্ড দিতে হবে।নুতন পাসওয়ার্ড জানা লাগবেনা আপনি নুতন পাসওয়ার্ড দিলে হবে।আর কেও যদি আপনার পাসওয়ার্ড পালটিয়ে ফেলে তখন আপনি Forgot Password এ ক্লিক করুন এর পর আপনি যদি মোবাইল দিয়ে আইডি খুলে থাকেন তাহলে যে মোবাইল দিয়ে আইডি খুলেছেন সে নাম্বারটি দিন।আর ইমেইল দিয়ে খুললে ইমেইল দিন। এর ইমেইল বা মোবাইল এ একটি কোড আসবে সেটি দিলে হবে। ধন্যবাদ আপনাকে।

    ReplyDelete

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার কেমন লেগেছে ভালো নাকি মন্দ জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই আমার কাছে অনেক মূল্যবান। ধন্যবাদ।

নির্বাচিত টিউন

টিউনের বিভাগসমূহ

ফেসবুক ফ্যান পেজে যুক্ত হোন