Monday, September 15, 2014

 9/15/2014 06:19:00 PM         No comments
আপনি কি অডিও গানের মাঝে নিজের পছন্দের ছবি, লেখা অ্যাড করতে চান।ছোট একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনি কাজ টি করতে পারেন।

প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটন এ ক্লিক করুন।
সফটওয়্যারটির নাম হল MP3Tag.সফটওয়্যার টি ডাউনলোড করার পর সাধারন সফটওয়্যার এর মত ইন্সটল করুন। ইন্সটল করার পর নিচের স্টেপ গুলো ফলো করুন।

Mp3 Tag সফটওয়্যারটি ওপেন করার পর নিচের মত একটি উইন্ডো আসবে।


এর পর Change Directory তে ক্লিক করুন।নিচের মত একটি উইন্ডো আসবে এইখান থেকে যে ফোল্ডার টি তে আপনার গান গুলো রয়েছে। সেই গুলো সিলেক্ট করে Set folder অপশন এ ক্লিক করুন।


এর পর দেখবেন লিস্ট আকারে।


এর পর এইখানে আপনি যে গানটির ছবি বা Title,Album,Artist,year ETC চেঞ্জ করতে পারবেন।


ফাইল টি সেভ করার পর। নিচের মত আউটপুট দেখতে পারবেন।



ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

বিঃদ্রঃ আমার অনুমতি ছাড়া এই ব্লগ এর পোস্ট অন্য কোথাও দিবেন না যদি দিতে চান আমার ব্লগ এর নাম উল্লেখ করে দিবেন।

ফেসবুক এ আমি

0 মন্তব্য(গুলি):

Comment here

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার কেমন লেগেছে ভালো নাকি মন্দ জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই আমার কাছে অনেক মূল্যবান। ধন্যবাদ।

নির্বাচিত টিউন

টিউনের বিভাগসমূহ

ফেসবুক ফ্যান পেজে যুক্ত হোন