Wednesday, July 9, 2014

 7/09/2014 04:25:00 PM         2 comments
ইনটারনাল, এক্সটারনাল  হার্ডডিস্ক বা পেনড্রাইভ এ ফোল্ডার শর্টকাট হয়ে যাই উইন্ডোজ সেটআপ দেওার পর ও সমস্যা সমাধান হরছেনা।ছোট একটি সফটওয়্যার এর মাধ্যমে সমস্যা সমাধান করুন।
 
প্রথমে ইউএসবি ফিক্স সফটওয়্যার টি ডাউনলোড করুন ।তারপর সাধারন সফটওয়্যার এর মত সফটওয়্যার টি ইন্সটল করুন।ইন্সটল করার পর নিচের স্টেপ গুলো দেখুন।

সফটওয়্যার ডাউনলোড করতে এই খানে ক্লিক করুন 

স্টেপ ১ প্রথমে সফটওয়্যার টি ওপেন করুন এই রকম একটি উইন্ডো আসবে এই খানে Research এ ক্লিক করুন।


স্টেপ ২ এর পর আপনার কম্পিউটার  এ ভাইরাস আছে কি না তা সে চেক করবে




 স্টেপ ৩ Research  করার পর আবার Clean এ ক্লিক করুন তারপর দেখবেন আপনার সব ড্রাইভ এ ভাইরাস Clean করবে 


Clean করা শেষ হলে আপনাকে একটি Report দেবে।




স্টেপ ৪ তারপর আপনি আপনার হার্ডডিস্ক এ ঢোঁকে শর্টকাট হইয়ে যাবা ফোল্ডার টি ডিলিট করুন 

ডিলিট করার পর দেখবেন ওই ড্রাইভ এ আর কোনদিন ফোল্ডার শর্টকাট হবে না।

এই সফটওয়্যার টি শুধু শর্টকাট ভাইরাস রিমুভ করে না আপনার পিসি এর যত 
মেলওওয়ার,জাঙ্কফাইল এবং পিসি এর ক্ষতিকারক সব ফাইল রিমুভ করে।

পিসি তে মামরি কার্ড বা পেনড্রাইভ ঢোকানোর পর ভালো ভাবে স্কেন করে নেবেন।আর শর্টকাট ভাইরাস থাকলে তাতে ক্লিক করবেন না। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য। 
ফেইসবুক এ আমি  
   

2 comments:

  1. দুইটি প্রশ্ন এর উত্তর দিলে খুশি হবো
    ১. পিসি তে মামরি কার্ড বা পেনড্রাইভ ঢোকানোর পর ভালো ভাবে স্কেন করে নেবেন। কোন সফটওয়্যার দিয়ে স্কেন করে নিব ?
    মানে , আমি পিসিতে যখন পেনড্রাইভ ঢুকাবো, তখন পেনড্রাইভ এ অবস্থিত ফাইল open না করে , সফটওয়্যার এর মাধ্যমে স্কেন করবো নাকি ?কোন সফটওয়্যার দিয়ে স্কেন করে নিব ?
    স্কেন করার পর পেনড্রাইভ এ অবস্থিত ফাইল open করবো , তাই ?

    ২. এই USBFix software দিয়ে পিসিতে অন্য ড্রাইভ যেমন D, E, F এ শর্টকার্ট ফাইল গুলো দিলিত/রিমুভ হবে কিনা ?

    ReplyDelete
  2. ১. অবস্থিত ফাইল open না করে যেকোনো এনটিভাইরাস দিয়ে স্কেন করতে পারেন।জেমনঃAvast,অথবা ইউএসবি ফিক্স দিয়ে ও করতে পারেন।
    ২. USBFix software দিয়ে ১০০% Remove হবে।

    ReplyDelete

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার কেমন লেগেছে ভালো নাকি মন্দ জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই আমার কাছে অনেক মূল্যবান। ধন্যবাদ।

নির্বাচিত টিউন

টিউনের বিভাগসমূহ

ফেসবুক ফ্যান পেজে যুক্ত হোন