Friday, July 11, 2014

 7/11/2014 03:27:00 PM         No comments

যে ভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর IP/MAC  এড্রেস Change করবেন।
প্রথমে কন্ট্রোল প্যানেল প্রবেশ করুন তারপর নিচের স্টেপ গুলা দেখুনঃ



স্টেপ ২ Network and internet-View network status and Tasks এ প্রবেশ করুন। নিচে এই রকম একটি উইন্ডো আসবে।তারপর External LAN card এ ক্লিক করুন।






স্টেপ ৩ Properties এ ক্লিক করুন


স্টেপ ৪ internet protocol virsion 4(TCP/Ipv4) সিলেক্ট করে Properties এ ক্লিক করুন।



নিচে আবার ও একটি উইন্ডো আসবে।এই খানে আপনার মডেম বা ব্রডব্যান্ড এর যাদের কাছ থাকে আপনি ইন্টারনেট লাইন নিয়েছেন তারা আপনাকে IP Address ,Mac Address, Getway, Dns server  দিয়ে দেবে তা আপনারা নিচের বক্স টি তে বসাবেন।আমি নিচে একটি এক্সামপাল দেখালাম





বক্স টি ফিলাপ করার পর ok  বাটন এ ক্লিক করুন।
IP Address  দেবার পর আপনার নেট চালো হবে না।এর পর আপনাকে MAC Address  বসাতে হবে 


Configure এ ক্লিক করুন নিউ একটি উইন্ডো ওপেন হবে।



তারপর Advanced  এ ক্লিক করুন




Network Address টি সিলেক্ট করুন।



 তারপর আপনার MAC ADDRESS দিয়ে OK করুন।তারপর আপনার নেট চালো হইয়ে  যাবে

ফেইসবুক এ আমি








0 মন্তব্য(গুলি):

Comment here

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার কেমন লেগেছে ভালো নাকি মন্দ জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই আমার কাছে অনেক মূল্যবান। ধন্যবাদ।

নির্বাচিত টিউন

টিউনের বিভাগসমূহ

ফেসবুক ফ্যান পেজে যুক্ত হোন