Friday, June 13, 2014

 6/13/2014 10:25:00 AM         1 comment

আপনার কম্পিউটারে কপি-পেষ্ট হবে দ্রুত 


এই কাজের জন্য START Menu ==> Run -এ ক্লিক করে regedit লিখে OK করুন। এখন HKEY_CLASSES_ROOT ==> AllFileSystemObject => shellex ঠিকানায় গিয়ে ContextMenuHandlers- এর উপর মাউস রেখে ডান বাটন ক্লিক দুটি Key তৈরি করুন। নাম দেই Copy To এবং Move To । এখন Copy To নির্বাচন করে ডান পাশ থেকে default-এ ডাবল ক্লিক করে Valu data-এ {C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13} লিখে OK করুন।এবং Move To নির্বাচন করে ডান পাশ থেকে default-এ ডাবল ক্লিক করে Valu data-এ {C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13} লিখে OK করে বেরিয়ে আসুন।এখন যে ফাইল বা ফোল্ডার কপি বা পেষ্ট করতে চান, সেটির উপর মাউস রেখে ডান বাটন ক্লিক করে Copy To Folder (কপি করার জন্য) বা Move To Folder (কাট করার জন্য)ক্লিক করে কোথায় পেষ্ট করতে চান, তা নির্বাচন করে দিয়ে Copy বা Move-এ ক্লিক করুন।

1 comment:

প্রিয় পাঠক, পোস্টটি পড়ার পর আপনার কেমন লেগেছে ভালো নাকি মন্দ জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য মন্তব্য প্রদান করুন। যা আমাকে ব্লগিং চালিয়ে যেতে অনেক উৎসাহ-অনুপ্রেরণা জাগাবে। আপনার একটি মন্তব্যই আমার কাছে অনেক মূল্যবান। ধন্যবাদ।

নির্বাচিত টিউন

টিউনের বিভাগসমূহ

ফেসবুক ফ্যান পেজে যুক্ত হোন